• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

আশার আলো দেখাচ্ছে জিংকসমৃদ্ধ ধান

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮  

খাদ্য চাহিদার সাথে সঙ্গতি রেখে ধানের ফলন বাড়ানো ও পুষ্টি চাহিদা পূরণে জিংকসমৃদ্ধ ব্রি ধান-৭২ চাষ শুরু হয়েছে নীলফামারীতে।

অল্প সময়ে ভালো ফলন, একই জমিতে বছরে চারটি ফসল চাষাবাদ করায় খাদ্য সংকট মোকাবিলার পাশাপাশি লাভবান হচ্ছে চাষিরা।পুষ্টিহীনতা দুর করা, মানবদেহে জিংক এর অভাব পূরণে আমন মৌসুমে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত ব্রি ধান-৭২ চাষ শুরু হয়েছে নীলফামারীতে। জেলায় চারশ’ ৭৫ জন কৃষক চারশ’ বিঘা জমিতে জিংকসমৃদ্ধ ব্রি ধান-৭২ আবাদ করেছে।

একশ’ ১০ থেকে একশ’ ৩০ দিনের মধ্যে ব্রি ধান-৭২ ঘরে তুলে ওই একই জমিতে বারি সরিষা, আলুসহ চারটি ফসল আবাদের প্রস্তুতি নিচ্ছে কৃষক।

ব্রি ধান-৭২ চাষ সম্প্রসারণে বেসরকারি উদ্যোগে কৃষককে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বিভিন্ন উপকরণ সরবরাহ করা হয়েছে।

চলতি মৌসুমে বিঘায় ২০ মণ করে ব্রি ধান-৭২ এর ফলন পাওয়ার কথা জানায় কৃষি বিভাগ।