• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

গাইবান্ধায় ব্যবসায়ীর লাশ উদ্ধার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২০  

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা থেকে এক ব্যবসায়ীর উদ্ধার করেছে পুলিশ।উপজেলার  বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের বায়োগ্যাস প্লান্ট থেকে মঙ্গলবার সকালে শাওন হাসান (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শাওন ওই গ্রামের গ্রামের সাবু মিয়ার ছেলে। শাওন কোমরবাজারে দীর্ঘদিন ধরে মনোহরী দোকানে ব্যবসা করে আসছিল।


স্থানীয়রা জানায়, সোমবার রাত থেকে শাওনের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোজাখুজির এক পর্যায়ে মঙ্গলবার সকালে ভগবানপুর-কোমরপুর বাজার এলাকায় মৃত আজিজার রহমানের বাড়ির কাছের একটি বায়োগ্যাস প্লান্টের পাশে রক্তের দাগ দেখতে পায় তার স্বজনরা। রক্তের দাগ বায়ুগ্যাস প্লান্ট পর্যন্ত গেলে প্লান্টের ভেতর খোঁজ করে শাওনের লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এসময় লাশটি ইট দিয়ে চাপা দিয়ে ডুবিয়ে রাখা হয়েছিল।


পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, দুর্বৃত্তরা ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ বায়োগ্যাস প্লান্টে ডুবিয়ে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। এব্যাপারে তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।