• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

বীরগঞ্জে বেড়েছে পলিথিন ব্যবহার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বেড়েছে নিষিদ্ধ পলিথিন ব্যবহার। বিশেষ করে পৌরসভা ও উপজেলার হাট-বাজারগুলোতে বেড়েছে এর ব্যবহার। শাক-সবজী,কাঁচাবাজার, ও ফলমূলসহ থেকে শুরু মাছ, মাংস, ডিম এমনকি তেল পর্যন্ত বিক্রি কাজে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ পলিথিন।

এতে রাস্তাঘাট ও চারিদিকে পলিথিন ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে । পলিথিন ব্যবহার যে নিষিদ্ধ তা ভুলে গিয়েছে ব্যবসায়ীরা। আইনকে তোয়াক্কা না করেই দেদাছে বাজারজাত করছে পলিথিন। বীরগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না হওয়ায় এর নিষেধজ্ঞার আঁচ করতে পারছেনা কেউ। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্র জানা গেছে, ফসলি জমিতে পলিথিন থাকলে মাটির স্বাভাবিক উর্বরতা কমিয়ে দেয় এবং পরবর্তী সময়ে উর্বরতা বৃদ্ধি করতে বাঁধা প্রদান করে। চিকিৎসকদের অভিমত বড় রকমের রোগের প্রকোপ সৃষ্টি হয় পলিথিনের মধ্যে খাদ্যাদি ও খরচ বহনের ক্ষেত্রে।

এসব ক্ষতিকার দিক উত্তোরণের জন্য দেশীয় তৈরি পাট পণ্য  ব্যাগ ব্যবহার করা উচিত। সরেজমিনে দেখা যায়, পাটের ব্যাগসহ অন্য ব্যাগ উৎপাদন সরবরাহ খুবই কম। প্রতিটি দোকানে পলিথিনের ব্যাগ আছে কিন্তু প্রতিটি দোকানে নেই পাটের ব্যাগ বা অন্য ব্যাগ। তাছাড়া পাট পণ্য বাজারে সরবরাহ বাধ্য বাধকতা আইন প্রয়োগ নেই বীরগঞ্জ উপজেলায়।

এ ব্যাপার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন সাংবাদিকতাকে জানান, শিগগিরই পলিথিন ব্যবহার বিরুদ্ধে  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। দোকানগুলোতে অভিযান পরিচালনার মাধ্যমে নিষিদ্ধ পলিথিন উদ্ধার এবং জব্দ করে ধবংস করা হবে।