• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

বীরগঞ্জে ইটের ভাটায় পুড়ছে শিশুদের স্বপ্ন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২০  

দিনাজপুরের বীরগঞ্জে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে উপজেলার লোকালয় অবৈধ ইটভাটায় কোমলমতি শিশুদের দিয়ে চলছে শিশুশ্রম। এতে ইটের মতো পুড়ছে শিশুদের স্বপ্ন।

প্রশাসনের নজরদারির অভাবে এসব ভাটাতে ইট তৈরি ও টানার কাজে ব্যবহার করা হচ্ছে শিশুদের পোড়ানো হচ্ছে কাঠের খড়ি ও টায়ার যা সম্পূর্ণ অবৈধ। এতে শিশুদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। পাশাপাশি ভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় অনুর্বর হয়ে পড়ছে কৃষি আবাদি  জমি দূষিত হচ্ছে পরিবেশ।

সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার  ১০ মোহনপুর ইউনিয়নের সাহেবগঞ্জের ইসমাইল হোসেনের ইটভাটাসহ প্রায় কম -বেশি সব ইটভাটাতেই শ্রমিক হিসেবে শিশুদের ব্যবহার করা হচ্ছে। এসব শিশুর বাড়ি ভাটাগুলোর আশপাশের গ্রামেই। এদের মধ্যে কেউ কেউ ভোরে ঘুম থেকে উঠে কাজের জন্য ভাটায় চলে আসে। আবার কেউ স্কুল ফাঁকি দিয়ে কাজ করছে ভাটাগুলোতে। কাজ চলে টানা সন্ধ্যা পর্যন্ত। এসব শিশু মূলত কাঁচা ইট তৈরি ও ইট বহনের কাজ করে। এক হাজার ইট তৈরি করলে তাদের দেওয়া হয় ৩০০ টাকা। আর এক হাজার ইট টানলে দেওয়া হয় ১০০ টাকা।

এ ব্যাপারে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহণ করা হবে। যদি কোনো বেআইনি কিছু পাওয়া যায় তাহেল দ্রæত ব্যবস্থা নেওয়া হবে।অবশেষে বিদায় সংবর্ধনা দিলেন সেই প্রধান শিক্ষক