• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

এসএসসি পরীক্ষা দেয়া হলো না প্রমিতার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

পিরোজপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে প্রমিতা মজুমদারের বাংলা পরীক্ষা দেয়া হলো না।পরীক্ষা শুরু হওয়ার মাত্র আট দিন আগেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রমিতা। সদর উপজেলা রিসোর্স সেন্টারের ডাটা এন্ট্রি কারক তাপস কুমার মজুমদারের মেয়ে প্রমিতা। 

নিহতের বাবা তাপস কুমার মজুমদার বলেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী প্রমিতা এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেছিল। সে অনুযায়ী পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডও এসেছিল এ পরীক্ষার্থীর হাতে।

১৫ জানুয়ারি নিজ বাসায় দুপুরে ডিম ভাজি করতে গিয়ে হঠাৎ গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়। আগুনে শীতের কাপড় পড়া প্রমিতার মুখমন্ডল ও গলার বিশেষ অংশ ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জানুয়ারি শনিবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী আযিযী বলেন, প্রমিতার অগ্নিদগ্ধের খবর পেয়ে জেলা হাসপাতালে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে কিনা জানতে চাইলে প্রমিতাকে শান্তনা দিয়ে বলি তুমি অবশ্যই সুস্থ হয়ে পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা দেয়া হয়নি বরং শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ল প্রমিতা।

এ ঘটনায় ২৬ জানুয়ারি বিদ্যালয়ে তার জন্য শোক প্রকাশ করে ১মিনিট নিরবতা পালন করি।