• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

বীরগঞ্জে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীসহ  আটক -৬

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

দিনাজপুরের বীরগঞ্জে মাদক ব্যবসায়ী আটক ও মাদক সেবীকারীদের জেল জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।  বীরগঞ্জ উপজেলাকে মাদক র্নিমূল করার লক্ষ্যে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন বীরগঞ্জ থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এসআই  নজরুল ইসলামের নেতৃত্বে এসআই আকবার আলী, এএসআই মানিক মিয়া, শফিকুল ইসলাম , রাশেদুল ইসলাম, রাশেদুল ইসলাম, আ: ওয়াদুদ, মোঃ মোহাম্মদ আলী, দীনেশ চন্দ্র রায়সহ সঙ্গীয় ফোর্স  বীরগঞ্জ উপজেলার ১নং মরিচা  ইউনিয়নের মুরারীপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাহাবুডি  গ্রামের মৃত মোকবুল হোসেনের আলীর ছেলে মো.সুলতান ইসলাম (২৬) কে   হাতেনাতে গ্রেফতার করে আদালত সোপর্দ করা হয়েছে।

বীরগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -২ তারিখ ৩/২/ ২০২০ইং ধারা ৩৬(১)এর ১০(ক)১৯(ক)। অন্যদিকে মাদক সেবন ও গণউদ্রব্য তৈরির অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন ভ্রাম্যমাণ আদালত গঠন করে উপজেলা জগদল হাটপুকুর গ্রামের মৃত আবুল ওহাবের ছেলে আমিনুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মাকড়াই গ্রামের আকবর আলীর ছেলে মোঃ আবুল হোসেন (২০) কে ১ হাজার টাকা,জগদল হাটপুকু গ্রামের মোঃ ওয়াহেদ আলীর ছেলে মোঃ সাদেকুল ইসলাম (২০), মোঃ শামসুল ইসলামের ছেলে মোঃ সাগর ইসলাম ও মোঃ খোয়শোদ আলীর ছেলে মোঃ মোকছেদুল ইসলাম (২৪) সহ তিন জনকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করেন।

 এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নির্মূলে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে।