• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ত্রাণ বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২০  

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া মন্ডল পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এর আগে বুধবার রাতে একই এলাকায় অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি পুড়ে যায়। এছাড়া অপর ১০টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের একটি দল দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, আগুনের ঘটনায় ১০টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে দুই হাজার টাকা, একটি কম্বল ও এক প্যাকেট শুকনা খাবার দেয়া হয়। অপর সামান্য ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের প্রত্যেককে এক প্যাকেট শুকনা খাবার ও একটি করে কম্বল দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ভরনিয়া মন্ডল পাড়া এলাকার পশির উদ্দিনের ছেলে সমির উদ্দিন প্রতিদিনের ন্যায় ভ্যান গাড়ি চালিয়ে বাড়িতে আসেন। এ সময় শীত নিবারণের জন্য আগুন পোহাতে গেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় সমির উদ্দিন, মোজাম্মেল, দবিরুল, সজিরণ সপিজুল, মানকু, নুর আলম ও আইনুলসহ ২০টি পরিবারের প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়। 

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন রাণীশংকৈলের ইউএনও মৌসুমি আফরিদা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ইউপি চেয়ারম্যান সফিকুল আলম মুকুল, ত্রাণ অধিদফতরে উপ-সহকারী প্রকৌশলী তাজ উদ্দীন প্রমুখ।

এ সময় চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ত্রাণ না দিতে পারায় ইউএনও মৌসুমি আফরিদা ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারিভাবে আরো সহায়তা দেয়ার আশ্বাস দেন।