• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

বীরগঞ্জে তিন ঔষুধের দোকানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২০  

দিনাজপুরের বীরগঞ্জ পৌর এলাকায় তিন ঔষুধের দোকান মালিককে বারো হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রমিজ আলম এর নেতৃত্বে জেলা সহকারি তত্ত্বাবধায়ক এস.এম.সুলতানুল আরোফিন ও বীরগঞ্জ থানার এ.এস.আই সাজেদুর রহমানের সহযোগিতায় অভিযান চালিয়ে অনুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখা ও বিক্রির অভিযোগে ঔষধ আইন-১৯৪০ এর ১৮ ও ২৭ ধারায় তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করে পরবর্তীতে এমন ঔষধ না রাখার জন্য সতর্ক করে দেওয়া হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো মুক্তি মেডিক্যালস্ মালিক আতাউর রহমানের ১০ হাজার, বীরগঞ্জ সেবা ফার্মেসীর মালিক জিয়ারুল হকের ১হাজার এবং মা ফার্মেসীর মালিক জসিফুল হকের ১হাজার টাকা জরিমানা করে ভেজাল ঔষধ জব্দ করা হয়।