• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

ট্রাক ভর্তি ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২০  

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ভর্তি দেড় হাজার বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শহরের নাটালের মোড় থেকে তাদেরকে আটক করা হয়।আটকরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার বেলাল আহম্মেদ ও ইয়াসিন আহম্মেদ মিলন। বৃস্পতিবার দুপুরে ভৈরব র‌্যাব ক্যাম্পের অধিনায়ক এএসপি রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন 

তিনি জানান, উদ্ধার হওয়া ফেনসিডিলের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকা থেকে গভীর রাতে ট্রাক ভর্তি দেড় হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

র‌্যাব জানায়, সিলেটের সীমান্ত এলাকা ওসমানীনগর থেকে ট্রাকযোগে মাদকের একটি বড় চালান রাজধানী ঢাকায় যাবে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড়ে চেক পোষ্ট বসায়।

পরে রাত আড়াইটার দিকে সংকেত দিলে চেক পোষ্টের কাছে ট্রাকটি থামে। পরে ট্রাকে তল্লাশী করে ১০ বস্তায় ভর্তি দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়।