• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

বীরগঞ্জ কলেজে চালু হবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রোগ্রাম  

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২০  

দিনাজপুর -১ (বীরগঞ্জ-কাহারোল)আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের অক্লান্ত প্রচেষ্টায় বীরগঞ্জ ডিগ্রী কলেজ সরকারি হওয়ার পর থেকে একের পর এক সাফল্য অর্জিত হচ্ছে।

গত বৃহস্পতিবার সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড, এম, এ মান্নান বীরগঞ্জ সরকারি কলেজে পরিদর্শনে আসলে কলেজের অধ্যক্ষ মো খয়রুল ইসলাম চৌধুরী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপাচার্য বীরগঞ্জ সরকারি কলেজের ক্যাম্পাস ঘুরে দেখেন এবং আগামী সেশন থেকে কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় এমবিএ প্রোগ্রাম চালুর ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণ-যোগাযোগ বিভাগের পরিচালক মোঃ আবৃুল কাশেম সিকদার, দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ ওয়াহেদুজ্জামান আহম্মদ, উপ-আঞ্চলিক পরিচালক মোঃ মকছেদার রহমান,বীরগঞ্জ সরকারি কলেজের স্টাডি সেন্টারের সমস্বকারী -সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম মিন্টু, সহকারী অধ্যাপক মোঃ মকবুল হোসেন,মোঃ গোলাম মোস্তফা, প্রভাষক আলহাজ্ব মোঃ রেজাউল করিম শেখ, ও বীরগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর  সভাপতি ও কলেজের  প্রভাষক প্রশান্ত কুমার সেন প্রমুখ।