• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বিডি ক্লিনের যাত্রা শুরু 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২০  

দিনাজপুরে পরিস্কার করণের মাধ্যমে পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে বিডি ক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 

পরে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পার্শ্ববর্তী এলাকা পরিষ্কার করেন ডিসি। 

শুক্রবার সকালে দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের সব সদস্যদের শপথবাক্য পাঠ করান দিনাজপুরের ডিসি মাহমুদুল আলম।

এ সময় ডিসি বলেন, আজ থেকে দিনাজপুরের সাধারণ মানুষের পাশে এই স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। দিনাজপুর শহর পরিষ্কার-পরিচ্ছন্ন হলে রোগ বালাই কম হবে। 

পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ উল্লেখ করে তিনি আরো বলেন, দিনাজপুরের রাস্তাঘাট ও বাড়ির আশপাশের জায়গা পরিষ্কার থাকলে মশা মাছির উৎপাত কমে যাবে। আর পরিষ্কার শহর থাকলে মন ও শরীর সুস্থ থাকবে।