• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

রংপুরে  মূক ও বধির স্কুল প্রতিষ্ঠার দাবি 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২০  

মূক ও বধির স্কুল প্রতিষ্ঠা জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন রংপুর মূক ও বধির সংগঠন। শুক্রবার বিকেলে বাংলা ইশারা দিবস পালন কালে এই দাবি জানানো হয়। 
রংপুর প্রেস ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসন, ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে ‌‘ইশারা ভাষার প্রমিত ব্যবহার বাক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার' শীর্ষক আলোচনা সভায় এই দাবি জানানো হয়।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তাপস কুমার বর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর রংপুরের উপ-পরিচালক মোশাররফ হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন সুইড বাংলাদেশ রংপুরের নির্বাহী সচিব সুশান্ত ভৌমিক এবং মূক ও বধির স্কুল প্রতিষ্ঠা জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন রংপুর মূক ও বধির সংগঠন। শুক্রবার বিকেলে বাংলা ইশারা দিবস পালন কালে এই দাবি জানানো হয়। মূক ও বধির সংঘ রংপুরের সভাপতি শরফুল করিম শরফু।

বক্তব্য রাখেন রংপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আব্দুর রউফ সরকার, মূক ও বধির সংঘ রংপুরের সহ-সভাপতি ইফতেখার আহম্মেদ, সমাজসেবা অধিদফতর রংপুরের প্রবেশন অফিসার নজরুল ইসলাম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রংপুরের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) আশরাফুজ্জামান প্রমুখ। 

এ সময় বক্তাদের বক্তব্য ইশারা ভাষায় উপস্থাপন করেন মিস বিথী। 

এর আগে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে মূক ও বধির সদস্যদের নিয়ে একটি র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।