• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা ভাতার উন্মুক্ত বাছাই 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২০  

পঞ্চগড়: পঞ্চগড় পৌরসভায় বয়স্কভাতা, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতার জন্য উন্মুক্ত বাছাই কার্যক্রম শুরু হয়েছে। 

শনিবার সকাল থেকে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের উন্মুক্ত মঞ্চে সামাজিক নিরাপত্তা ভাতা গ্রহণে আবেদন গ্রহণ ও তা বাছাই কার্যক্রম শুরু হয়। প্রথম দিনই পঞ্চগড় পৌরসভার চার, পাঁচ ও ছয় নম্বও ওয়ার্ডের শতাধিক ভাতা গ্রহণে আগ্রহীদের আবেদন গ্রহণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম, কাউন্সিলর শফিকুল ইসলাম, ওমর ফারুক জাহাঙ্গীর ও মহিলা কাউন্সিলর কেএ দিলখুশা বেগম বিপ্লবীসহ ভাতা কমিটির সদস্যরা। 

মুজিববর্ষ উপলক্ষে ১০ জানুয়ারি দেবীগঞ্জের টেপ্রিগঞ্জ ইউনিয়নে উন্মক্ত বাছাই কার্যক্রম শুরু হয়। ১৭ মার্চের মধ্যেই জেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় বয়স্কভাতা, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ ও তা যাচাই বাছাই করে তালিকাভুক্ত করা হবে।