• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

লালমনিরহাটে ১০ বছর পর স্বামীকে ফিরে পেয়ে আত্মহারা স্ত্রী 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২০  

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর গ্রাম থেকে হারিয়ে যাওয়া বৃদ্ধ সিদ্দীক হোসেন ১০ বছর পর নিজ ঘরে ফিরেছেন। এ দীর্ঘ সময়ের পর তাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা স্ত্রী রশিদা বেগম ও মেয়ে শিরিনা খাতুন।


আদিতমারী থানা পুলিশের উপস্থিতিতে শুক্রবার রাতে উদ্ধার হওয়া সিদ্দীককে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মাহীগঞ্জ জোন) ফারুক আহমেদ, হারাগাছ থানার ওসি রেজাউল করিম ও আদিতমারী থানার ওসি সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কয়েকদিন আগে হারাগাছের বাহার কাছনা এলাকা থেকে সিদ্দীককে উদ্ধার করে বাড়িতে নিয়ে চিকিৎসা করান ওই এলাকার জাহেদুল ইসলাম নামের এক ব্যক্তি। পরে তিনি এ ব্যাপারে হারাগাছ থানায় একটি জিডি করেন।

পু‌লিশের উপ-কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, লালমনিরহাটের আদিতমারী উপজেলার খারুভাজ গ্রামের বৃদ্ধ সিদ্দীক হোসেন প্রায় ১০ বছর আগে বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যান। দীর্ঘদিন ধরে পথ ভুলে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন।

কয়েকদিন আগে জাহেদুল ইসলাম নামের এক ব্যক্তি সিদ্দীকের পরিবারের সন্ধানে হারাগাছ থানায় একটি জিডি করেন। পরে হারাগাছ থানার ওসি রেজাউল করিম তার স্বজনদের সন্ধানে দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠান এবং স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান। তার অনুসন্ধানে পরে বৃদ্ধের পরিবারের সদস্যদের খোঁজ পাওয়া যায়।