• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

করোনাভাইরাসের লক্ষণ নেই চীন ফেরত শিক্ষার্থীর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২০  

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি চীন ফেরত শিক্ষার্থী তাসবিদ হোসেন তীব্র’র শারীরিক অবস্থা ভালো ও করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড প্রধান। এর আগে গত ২৯ জানুয়ারি চীন থেকে ঢাকা পৌঁছান তাসবিদ হোসেন তীব্র। করোনা ভাইরাস সন্দেহে তাকে শনিবার ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইস্যুলেশন ওয়ার্ডে তীব্রকে রাখা হয়েছে। 

নীলফমারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউপির মিরজাগঞ্জ গ্রামের আলতাফ হোসেনের ছেলে তাসবিদ হোসেন তীব্র। 

আলতাফ হোসেন জানান, চীনের হুয়াংশান শহরের ‘আনহুই ইউনিভার্সিটি অব টেকনোলজিতে’ সিভিল ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা করেন তীব্র। ২৯ জানুয়ারি রাতে বিমান বাংলাদেশের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তীব্রকে ছাড়পত্র দেয়া হয়। বাড়িতে পৌঁছালে শনিবার সকালে তার শ্বাসকষ্ট শুরু হয়।