• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

জামালপুরে বহিরাগত শিক্ষার্থীর জেল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২০  

জামালপুরের ইসলামপুর এসএসসি ও সমমানের পরীক্ষায় নকল সরবরাহের দায়ে বহিরাগত এক শিক্ষার্থীকে ১৫দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জেজেকেএম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চার পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।

রোববার ইসলামপুর উপজেলার নেকজাহান মডেল হাইস্কুল কেন্দ্রে ইংরেজি দিতীয়পত্র পরীক্ষার সময় নকল সরবরাহের অভিযোগে সঙ্গীত ঋষি নামে বহিরাগত এক শিক্ষার্থী আটক করা হয়।

পরীক্ষা শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোরাইয়া আক্তার লাকী  ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাবলিক পরীক্ষা আইনে বহিরাগত শিক্ষার্থী সঙ্গীত ঋষিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। ওই শিক্ষার্থী পৌর এলাকার ঋষিপাড়া নেপেন ঋষির ছেলে। দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থী সঙ্গীত ঋষিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী হাকিম সোরাইয়া আক্তার লাকী ভ্রাম্যমাণ আদালতের এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।