• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অবহিতকরণ কর্মশালা     

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২০  

কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (এনআরপি) এর ফ্লাড প্রিপার্ডনেস প্রোগাম এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার  দুপুরে জেলা প্রশাসক স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন।


এসময় এনআরপি প্রোগ্রামের প্রকল্প পরিচালক (উপসচিব) একেএম মারুফ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, ইউএনডিপি’র প্রতিনিধি আরিফ আব্দুল্লাহ খান, সিডিডি’র প্রোজেক্ট ম্যানেজার ইকবাল হোসেন, কেয়ারের প্রতিনিধি কায়সার রাজীব, ইএসডিও’র ফোকাল পারসন অটল কুমার মজুমদার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। 


এক বছর মেয়াদী এই পাইলট প্রকল্প কুড়িগ্রাম সদর ও চিলমারী উপজেলায় বাস্তবায়ন করা হবে। প্রকল্পের ডিজাইনে সহায়তা করছে বুয়েটের-আইডবিøউডিএফএম’র একটি টিম। জেলার বন্যা কবলিত এলাকার আপদ ও ঝুঁকি চিহ্নিতকরণের কাজ করা হবে ফ্লাড প্রিপার্ডনেস প্রোগাম এর মাধ্যমে। এর ফলে এলাকার জনগণ আগাম বন্যার ভয়াবহতা সম্পর্কে জেনে নিরাপদ কৌশল সম্পর্কে এওয়ার হবে। 


দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অংশ ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রামের সহযোগিতায় কেয়ার বাংলাদেশ, সিডিডি ও ইএসডিও যৌথভাবে কর্মসূচি বাস্তবায়ন করবে।