• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

৯৯৯-এ ফোন করে বন্ধ হলো মরা গরুর মাংস বিক্রি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

অসুস্থ গরু কসাইখানায় এনে রাখা হয়। গরুটি বেশ কিছুক্ষণ রাখার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ মৃত্যু যেন কিছুই নয় কসাই কাদের মিয়ার কাছে। মৃত গরুকে জবাই করা শেষে কেটে মাংস ঝুলালেন দোকানে। দিলেন মাংস বিক্রির হাঁকডাক। তবে ৯৯৯-এর মাধ্যমে মরা গরুর মাংস বেচার ধান্দার খবরটি ফাঁস হয়।
খবর ফাঁস হওয়ার পর রোববার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাঁচা বাজার থেকে মরা গরুর মাংসসহ কাদের মিয়াকে আটক করা হয়।

সাভার মডেল থানার এসআই তৌহিদুল ইসলাম বলেন, সকালে একটি অসুস্থ গরু আনেন কাদের মিয়া। পরে গরুটি মারা গেলেও জবাই করে মাংস দোকানে তুলেন তিনি। বিষয়টি দেখে এক ক্রেতা ৯৯৯-এ ফোন করে বিস্তারিত ঘটনা জানান। পরে সেখানে অভিযান চালিয়ে মরা গরুর মাংসসহ কাদের মিয়াকে আটক করা হয়।