• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

চীন ফেরত সেই শিক্ষার্থীকে রাজধানীর কুর্মিটোলায় স্থানান্তর

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া চীন ফেরত সেই শিক্ষার্থীকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সোমবার দুপুরে রমেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক নারায়ণ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই শিক্ষার্থী রোববার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে ভর্তি হন। তার শরীরে করোনাভাইরাসের সব লক্ষণ পাওয়া গেছে। আইইডিসিআর ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালের আইসোলেশন বিভাগের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির জানান, ওই শিক্ষার্থী চীনের ইয়াংহু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দেয়া হয়। রাতে লালমনিরহাটের কালীগঞ্জে নিজের বাড়ি আসার পর তার জ্বর, বমি ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।