• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

দিনাজপুরে অপহরণ মামলায় গ্রেফতার চার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

দিনাজপুর সদরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ মামলায় চারজনকে গেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন- সদর উপজেলার কালিকাপুর বেলবাড়ী গ্রামের রনি ইসলাম, জেলা সদরের ফুলবন ফকিরপাড়ার মনিরুল ইসলাম, জিল্লুর মেহেদী, রাণীপুরের মামুন হোসেন।

মামলার এজাহারে বলা হয়েছে, রোববার গণিত পরীক্ষা শেষে দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হওয়ার পর এসএসসি পরীক্ষার্থী সাকিবকে অপহরণ করে কয়েকজন যুবক। পরে তাকে আত্রাই নদীর পশ্চিমপাড়ে বীরগাঁও কবরস্থানের পরিত্যক্ত ঘরে আটকে রাখে। ওই সময় তারা সাকিবের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ চায়।

সদর সার্কেলের এডিশনাল এসপি সুজন সরকার জানান, এ বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করেন সাকিবের বাবা। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ সময় চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।