• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

করোনাভাইরাসে হংকংয়ে একই পরিবারের ৯ সদস্য আক্রান্ত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসে হংকংয়ে একই পরিবারের নয়সদস্য আক্রান্ত হয়েছেন। রোববার হংকংয়ের সেন্টার ফর হেলথ প্রোটেকশনের এক বিবৃতিতে এ তথ্য জানা যায়। দেশটির কর্মকর্তারা জানায়, ওই পরিবারের ২৪ বছর বয়সী এক যুবক গত ৩০ জানুয়ারি জ্বর-কাশিতে আক্রান্ত হয়ে প্রথম হাসপাতালে যান। প্রথমে তিনি বেসরকারি এক চিকিৎসকের পরামর্শ নেন। ৬ ফেব্রুয়ারি চিকিৎসা নেন সেন্ট পলস হাসপাতালে। ৮ ফেব্রুয়ারি তাকে আইসোলেশনে পাঠানো হয়।

পরবর্তীকালে সেন্টার ফর হেলথ প্রোটেকশন ওই রোগীর বিস্তারিত খোঁজ নিতে গিয়ে জানতে পারে, তার পরিবারের আরো আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তার বাবা, মা, দাদি, চাচি ও ভাই-বোনরা রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবক সম্প্রতি কোথাও ভ্রমণ করেননি। গত ২৬ জানুয়ারি চান্দ্র নতুন বর্ষ উদযাপনে ১৯ জনের একটি ডিনার পার্টিতে পবিবারের সব সদস্যদের নিয়ে অংশ নিয়েছিলেন তিনি। এ কারণে ধারণা করছে একসঙ্গে খাবার খাওয়ার পর এই সংক্রমণের ঘটনা ঘটেছে।

এদিকে শনিবার চীন ফেরত নাগরিকদের সবাইকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে হংকংয়ের কর্তৃপক্ষ। ভাইরাসের প্রকোপ যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এই ব্যবস্থা নেয়া হয়েছে। অন্যদিকে শহরের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রায় ৪৭০ জনকে বাড়ি, হোটেল রুম বা সরকারি কোয়ারেন্টাইন ক্যাম্পে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে বেশ আতঙ্কে রয়েছেন হংকংয়ের জনগণ। হংকংয়ে এখন পর্যন্ত ৩৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন একজন। এ দিকে কিছুতেই এ ভাইরাসের বিস্তার রোধ করতে পারছে না চীন। এ ভাইরাসের আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এরইমধ্যে নয়শ’ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন  ৪০ হাজারেও বেশি মানুষ।