• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

ফুলবাড়ীতে সিভিল অডিট অমীমাংসিত আপত্তি বিষয়ে আলোচনা সভা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে সিভিল অডিট অমীমাংসিত আপত্তি সমূহ ১৯৮৩-২০১৮ অর্থ বছর পর্যন্ত নিষ্পত্তির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে উপজেলা হিসাবরক্ষক মোছাঃ ফাতেমা জোহরার সভাপতিত্বে সিভিল অডিট অমীমাংসিত আপত্তি সমূহ ১৯৮৩-২০১৮ অর্থ বছর পর্যন্ত নিষ্পত্তির লক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শমশের আলী মন্ডল, ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল হক, উপজেলা কৃষি অফিসার এটিএম হামীম আশরাফ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ রুম্মান আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায় অফিসার মোঃ শফিউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আক্তারুজ্জামান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে হিসাব সহকারী মোঃ সাজ্জাদ হোসেন।

আলোচনা সভাটি সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভূঁইয়া। আয়োজনে ছিলেন উপজেলা হিসাবরক্ষক অফিস। সিভিল অডিট অমীমাংসিত আপত্তি বিষয়ে আলোচনা সভায় উপজেলা পরিষদের সকল অফিসের কর্মকর্তা ও স্ব স্ব বিভাগের হিসাব কর্মচারীগণ। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণও উপস্থিত ছিলেন।