• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

‘মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো পরিবার-সমাজকে ধ্বংস করে’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. জাবেদ পাটোয়ারী বলেছেন, জঙ্গিবাদ কার্যক্রম নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ এখন বিশ্বের কাছে রোল মডেল। মাদক শুধু কোনো ব্যক্তিকে নয়, পুরো পরিবার-সমাজকে ধ্বংস করে। তাই দেশকে মাদকমুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশও জিরো টলারেন্স ঘোষণা দিয়ে কাজ করছে। সোমবার দুপুরে পটুয়াখালী পুলিশ লাইনসে জেলা পুলিশের নবনির্মত অস্ত্রাগার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি মানুষকে বোঝানোর চেষ্টা করছি, মাদক নির্মূলে সামাজিকভাবেই সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজপতিদেরও কর্তব্য রয়েছে।

তিনি বলেন, জঙ্গিবাদ শতভাগ নির্মূল হয়েছে এমন কথা বিশ্বের কোনো দেশ নিশ্চিয়তা দিতে পারবে না। বাংলাদেশ থেকেও জঙ্গিবাদ একেবারে নির্মূল করা সম্ভব হয়েছে এমনটা বলা ঠিক নয়, তবে পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় জঙ্গিবাদ কার্যকরী নিয়ন্ত্রণ করতে পেরেছে।

তিনি আরো বলেন, মুজিববর্ষ সামনে রেখে পুলিশ সম্পর্কে মানুষের ভীতি দূর করতে কাজ করছি। যাতে জনগণের পুলিশ হতে পারি, জনতার পুলিশ হতে পারি ও জনবান্ধব পুলিশ হতে পারি এজন্য মুজিববর্ষে স্লোগান নির্ধারণ করা হয়েছে- ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, পটুয়াখালীর এসপি মোহাম্মদ মইনুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, প্রেস ক্লাব সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মুফতী সালাহউদ্দিন প্রমুখ।