• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

মুজিব বর্ষ উপলক্ষে রংপুরে শিক্ষা উপকরণ বিতরণ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২০  

মুজিব বর্ষ উপলক্ষে সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ‘আমরাই পাশে’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে অতিথিরা বলেন, আর্ত মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই মানবতার ফেরিওয়ালা হিসাবে কাজ করলে সমাজে সুবিধা বঞ্চিত মানুষ থাকবে না।

আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক স্কুল শিক্ষার্থীর মাঝে ব্যাগ, বই, খাতা, কলম ও টিফিন বক্স বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলার চোখ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ক্যাপ্টেন গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুইট, সংঙ্গীত শিল্পী অন্তর রহমান প্রমুখ।