• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

গাইবান্ধায় বাস-ট্রাকের সংঘর্ষে বাসচাপায় মা-মেয়ে নিহত 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০  

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে উল্টে যাওয়া বাসচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের তিন যাত্রী আহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি ব্যবসা প্রতিষ্ঠান।
মঙ্গলবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীর অভিরামপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-পলাশবাড়ীর বরিশাল ইউপির রামপুর গ্রামের খোকা মিয়ার স্ত্রী রাহেলা বেওয়া ও মেয়ে শেফালী বেগম।

গোবিন্ধগঞ্জ হাইওয়ে থানার এসআই বাবুল জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকের চালকরা এখনো পলাতক। তাদের ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে পলাশবাড়ীর অভিরামপুর বাজারে আসেন মা রাহেলা ও মেয়ে শেফালী। ওই সময় পঞ্চগড় থেকে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতগামী বাঁশ বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে গেলে সড়কের পাশে থাকা পথচারী মা ও মেয়ে নিচে চাপা পড়েন। তাৎক্ষণিক মেয়ে নিহত হলেও গুরুতর আহত মাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসআই বাবুল আরো জানান, বাসটি উল্টে যাওয়ায় বাজারের চারটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসে থাকা তিন আহত যাত্রীকে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।