• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

লালমনিরহাটে অচল গাড়ির তেলের বিল তোলেন খাদ্য কর্মকর্তা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০  

লালমনিরহাটের খাদ্য নিয়ন্ত্রকের দুটি দফতরে অভিযান চালিয়েছে দুদক। মঙ্গলবার জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও সরকারি খাদ্য গুদামে এ অভিযান চালানো হয়েছে। অচল গাড়িকে সচল দেখিয়ে প্রতি মাসে তেলের বিল তোলা ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান না কিনে ব্যবসায়ীদের কাছ থেকে কেনার অভিযোগে দফতর দুটিতে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

লালমনিরহাটের ডিসি মো. আবু জাফর বলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাইফুদ্দিন তার দফতরের একটি অচল গাড়িকে সচল দেখিয়ে প্রতি মাসে তেলের বিল তুলছেন। অভিযানে এ অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। পরে গাড়িটির লগ বইসহ অন্যান্য কাগজ সংগ্রহ করেছে তারা।

ডিসি আরো বলেন, লালমনিরহাট সরকারি খাদ্য গুদাম কতৃপক্ষ প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান না কিনে ব্যবসায়ীদের কাছ থেকে ধান কিনছে। এছাড়া কোনো কৃষক ধান বিক্রি করতে চাইলে তার কাছ থেকে বস্তাপ্রতি ২০ টাকা ও টনপ্রতি সাড়ে ৭শ’ টাকা করে ঘুষ নেয়া হচ্ছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ঘুষ লেনদনের প্রমাণ পেয়েছে দুদক।

দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, দুটি দফতরেই অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট নথি পর্যালোচনা ও অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনের কাছে আবেদন করা হবে।