• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

লালমনিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান: চার বেকারীকে জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০  

লালমনিরহাটে কোয়ালিটি সনদ না থাকার অভিযোগে জেলার চারটি বিস্কুট ও পাউরুটি উৎপাদনকারী বেকারী কারখানায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিএসটিআই ও জেলা প্রশাসন যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করে।  

বুধবার ও মঙ্গলবার লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযান পরিচালনা চারটি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বিএসটিআইয়ের ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন ও মারুফা বেগম জানান, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মনসুর আহমেদের নেতৃত্বে এবং বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মারুফা বেগমের উপস্থিতিতে মঙ্গলবার আদিতমারীর হাজীগঞ্জের মক্কা বেকারী কারখানা ও সাপ্টিবাড়ী বাজার এলাকায় চাঁদ বেকারী কারখানায় অভিযান চালিয়ে কোয়ালিটি সনদ না থাকায় ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। বুধবার লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুব আলমের (মাহবুব) নেতৃত্বে ও বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মারুফা বেগমের উপস্থিতিতে সদর উপজেলার কুলাঘাট রোডের ভাই ভাই বেকারী কারখানা ও সাধুটারী এলাকার মুক্তা বেকারী কারখানায় অভিযান চালিয়ে কোয়ালিটি সনদ না থাকায় ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়েছে।

বিএসটিআইয়ের (মেট্রোলজি) রংপুর বিভাগীয় অফিস প্রধান (উপ-পরিচালক) রেজাউল হক বলেন, ‘নিরাপদ খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত নিশ্চিত করতে আগামীতে জেলা প্রশাসনের সাথে যৌথভাবে রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান আরো জোড়দার করা হবে। কোয়ালিটি সনদ না থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’