• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

ফুলবাড়ীর পল্লীতে সরিষা ক্ষেত নষ্ট করে প্রতিপক্ষের জমি দখল 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০  

ফুলবাড়ীর পল্লীতে সরিষা ক্ষেত নষ্ট করে প্রতিপক্ষরা জমি দখল করে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুল বাকী পাইকার  এর পুত্র মোঃ আবু সাঈদ  বৃহস্পতিবার ফুলবাড়ী থানায় তার দায়েরকৃত ইজাহার দায়ের করেন।

ইজাহার সূত্রে জানা যায়, একই গ্রামে মোঃ সাইদুল ইসলাম (৫৫), মোঃ মমিনুল ইসলাম (৪৮), উভয়ের পিতা মৃত সোলেমান মোল্লা, মোঃ গোফ্ফার মন্ডল এর পত্র মোঃ আবু তাহের  (৪২) নুরু পাইকার এর পুত্র মোঃ রেজাউল ইসলাম  (৪৮), ফজলু রহমান এর  পুত্র মোঃ ফিরদু ইসলাম (৩২), মৃত মোজাম্মেল হক এর পুত্র মোঃ বাবু পাইকার (৪৮) তারা সকাল সাড়ে ৮ টায় লাঠি শোটা নিয়ে দলবদ্ধ হয়ে রামভদ্রপুর মৌজার জেএল নং ১২৫, দাগ নং-৫১৫, খতিয়ান নং-৬১ এর ১ একর ৮৩ শতক জমিতে লাগানো সরিষা ক্ষেত নষ্ট করে দেয় এবং ঐ জমি দখল করেন। 
জমির মালিক মোঃ আবু সাঈদ ফুলবাড়ী থানায় অভিযোগ করলে ঐ দিনে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম এসআই মোঃ রফিকুল ইসলামকে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থল তদন্ত করার নির্দেশ দেন। জমির এই বিরোধ নিয়ে এলাকায় উত্তেজনা চলছে। এ রিপোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। এদিকে ঐ বিরোধপূর্ণ জমির মালিক আবু সাঈদ ১২/০১/২০২০ ইং তারিখে সহকারী কমিশনার (ভূমি), ফুলবাড়ী, দিনাজপুর বরাবর খারিজ বাতিলের আবেদন করেন।