• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া আয়কর কর্মকর্তা আটক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২০  

চাঁপাইনবাবগঞ্জে আয়কর বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে ঘুষ নেয়ার সময় হায়দার রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আয়কর কার্যালয়ের সহযোগিতায় তাকে আটক করা হয়। হায়দার রহমান দিনাজপুরের কোতোয়ালি থানার বোয়ালিয়া ফকিরগঞ্জ দিলদার পাড়ার মোশাররফের ছেলে।

সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, দুপুরে শহরের পুরাতন বাজারে একটি বইয়ের দোকানে গিয়ে হায়দার রহমান নিজেকে আয়কর অফিসের কর্মকর্তা দাবি করে কাগজপত্র দেখতে চান। এ সময় কাগজপত্র দেখে সঠিক নয় বলে দোকান মালিকের কাছ থেকে ঘুষ দাবি করেন। 

এ সময় সন্দেহ হলে ওই দোকানের মালিক বিষয়টি আয়কর অফিসে জানান। পরে আয়কর অফিসের কর্মকর্তারা পুলিশ নিয়ে ওই দোকানে যান ও হায়দারকে আটক করেন।

ওসি আরো জানান, দীর্ঘদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করে নিজেকে আয়কর অফিসের কর্মকর্তা দাবি করে চাঁদাবাজি করছিলেন হায়দার। এর আগেও তার বিরুদ্ধে এক ব্যবসায়ী আয়কর অফিসে অভিযোগ করেছিলেন। তখন তাকে আটক করা যায়নি।