• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

কুড়িগ্রামকে বাল্যবিবাহমুক্ত করণে কর্মশালা অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

কুড়িগ্রামকে বাল্যবিবাহমুক্ত জেলা গঠনে নিকাহ রেজিষ্টারদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান। 

অনুষ্ঠানে জেলা নিকাহ রেজিষ্টার সমিতির সভাপতি মো: নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, জেলা রেজিষ্টার এএইচ মোজাহিদুল ইসলাম, উপপরিচালক জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার, রংপুর বিভাগীয় নিকাহ রেজিষ্টার সমিতির সভাপতি মাওলানা আমজাদ হোসাইন সরকার, লালমনিরহাট সভাপতি আব্দুস ছালাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। 

জেলা নিকাহ রেজিষ্টার সমিতির আয়োজনে এবং আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত ‘বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্প’ বাল্যবিবাহ নিরোধে জেলার ৭২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় কার্যক্রম বাস্তবায়ন করছে।