• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

কুড়িগ্রামে চুরি করে ধরা খেল পুলিশ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে রাখা এক কর্মচারীর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। তাৎক্ষণিক চুরির বিষয়টি সিসিটিভির ক্যামেরায় দেখা গেল অপ্রত্যাশিত কাণ্ড। আদালতে দায়িত্বরত পুলিশ কনস্টেবলই ওই মোটরসাইকেলটি চুরি করেন। এরইমধ্যে অভিযুক্ত পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে কুড়িগ্রামের এসপি মো. মহিবুল ইসলাম খান বলেন, অভিযুক্ত তরিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা পুলিশের একজন সদস্য। তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়িত্বরত ছিলেন।

আদালতের কর্মচারী ও ভুক্তভোগী আল আমিন জানান, মঙ্গলবার আদালতের সামনে মোটরসাইকেল রেখে অফিস ভবনে যান তিনি। কিছু সময় পর তার মোটরসাইকেলটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তাৎক্ষণিক আদালত ভবনে লাগানো সিসিটিভি ক্যামেরার সাহায্য নেন তিনি। ওই সিসিটিভির ক্যামেরার ফুটেজে দেখা যায়, সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল তরিকুল মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান। পরে বিষয়টি এসপিকে অবগত করেন তিনি।

এসপি জানান, তরিকুল এখন পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।