• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে’   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ‘দেশের বড় একটি অংশ হচ্ছে তরুণ প্রজন্ম’। সেই তরুণ প্রজন্মই আমাদের মূল চালিকাশক্তি। তারাই ভবিষ্যতে নেতৃত্বে দেবে। ‘তাই মুজিববর্ষে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে’।


বুধবার কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল। 
তিনি আরও বলেন, ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও শোষণমুক্ত সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। তার বাস্তবায়ন কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সারা দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। বছরের প্রথমে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়েছে, যা সারা বিশ্বের মধ্যে অনন্য নজির।


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ।