• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

বীরগঞ্জে প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

দিনাজপুর বীরগঞ্জ মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা ৮ নং ভোগনগর ইউনিয়নের  ভাবকী গ্রামে ২০১৯-২০২০ অর্থবছরে রাজস্ব খাতে অর্থায়নে বাস্তবায়ত সরিষা পরিদর্শনে মাঠ দিবস বারি সরিষা- ১৫ জাত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বীরগঞ্জ উপজেলার আয়োজনে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বীরগঞ্জ উপজেলার কৃষি অফিসার আবু রেজা মোঃ আসাদুজ্জামান আরো বক্তব্য রাখেন কৃষি স¤প্রসারণ অফিসার মনোরঞ্জন অধিকারী, উপসহকারী কৃষি কর্মকর্তারা এসময় বক্তব্য রাখেন, শরৎচন্দ্র উপসহকারী কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে বীরগঞ্জ উপজেলার কৃষি অফিসার আবু রেজা মোঃ আসাদুজ্জামান বলেন, কৃষকদের সরিষা আবাদের আরো উৎসাহিত করেন এবং সরকারিভাবে বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন, উন্নত জাতের সরিষা চাষ করতে বলেন যেন কৃষকরা লাভবান হয়,সেই সরিষার জাত গুলো তাদের সামনে তুলে ধরেন, এর পাশাপাশি সরিষার তেল ব্যবহার করতে হবে।

তিনি আরও  বলেন, কৃষকদের, নিজেও সরিষার চাষ করেন এবং সেখান থেকে নিজেও কিছু সরিষার তেল তৈরি করে নিজের কাজে ব্যবহার করতে বলেন, বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার।