• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

বীরগঞ্জে ডলার চক্রের এক মহিলা গ্রেফতার, পলাতক ৪ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

বীরগঞ্জে অভিযান চালিয়ে ডলা চক্রের মোছা: রওশন আরা(২৫) নামে এক মহিলা ডলার প্রতারণা চক্রের সদস্যকে আটক করেছেন বীরগঞ্জ থানায় পুলিশ। মোছা: রওশন আরা বীরগঞ্জ উপজেলা ২নং পলাশবাড়ী  ইউনিয়নের অর্জুনাহার গ্রামের মো.জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।

মঙ্গলবার রাতে বীরগঞ্জ উপজেলা ২নং পলাশবাড়ী ইউনিয়নের সোনাচালনী গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। ডলার প্রতারণার কাজে প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে  বীরগঞ্জ থানাার এস,আই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এ,এস,আই মোঃ শফিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমানসহ বীরগঞ্জ থানার পুলিশ ফোর্স অভিযান চালিয়।  এসময় মোঃ জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মোছা: রওশন আরা কে আটক করেন পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন ডলার প্রতারক চক্র পালিয়ে যায়।

ঠাকুরগাঁও জেলার বাংকোট ঘোষপাড়া ১৮ নং সুখানপুকুর  ইউনিয়নের মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ মানিক (৪০), একই এলাকার মোঃ ডকো বানিয়ার ছেলে রবিন রায়(৪০)সহ অজ্ঞাত নামা ৬/৭ জনের বিরুদ্ধ বীরগঞ্জ থানার একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মোঃ হুমায়ন ফরিদ সংবাদিকদের জানান, ডলার চক্রের মোছা: রওশন আরা আমার পূর্ব পরিচিত হওয়ায় প্রায় সময় আমার সাথে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলত। কয়েকদিন আগে রওশন আরা আমাকে মোবাইল ফোনের মাধ্যমে জানায়, তার কাছে বিদেশি কিছু ডলার আছে। আমাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে কমদামে ডলার দেওয়ার কথা বলে। আমি নিতে সম্মত হলে ১৮ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা থেকে বাস যোগে ঠাকুরগাঁও সদর থানাধীন গড়েয়া বাজারে আসি। সেখানে পৌঁছার পর রওশন আরার যোগসাজশে একজনের মোটরসাইকেল যোগে আমাকে এবং আমার সঙ্গীয় মোঃ বাবু কে পলাশবাড়ী সোনাচালনী নজরুল ইসলামের বাড়িতে নিয়ে আসে।নজরুলের বাড়ির উত্তর দুয়ারী ঘরে বসতে বলে এবং ৩জন ঘরের দরজার আটকিয়ে দেয়। আমাকে বলে, একজন ওসি তোমাকে গ্রেফতার করে জেলে প্রেরণ করবে। এঘটনায় পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ জুয়েলুর রহমান জুয়ল বীরগঞ্জ থানার সংবাদ দিলে পুলিশ আসার সংবাদ পেয়ে সবাই পালিয়ে যায়। এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধ নির্মূলে পুলিশ তৎপর রয়েছে এবং অভিযান অব্যাহত রেখেছেন।