• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

ফুলবাড়ীতে রাজস্বখাতে জনবল নেয়ার দাবীতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

ফুলবাড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা প্রকল্পের শিক্ষক/ শিক্ষিকা ও সকল জনবল রাজস্বখাতে নেওয়ার দাবীতে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান।

বুধবার সকাল সাড়ে ১০ টায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক/শিক্ষিকা বৃন্দ ফুলবাড়ী উপজেলা শাখার পক্ষে মোঃ নুর উদ্দীন ও সাধারণ সম্পাদক মোঃ মানিক উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর সকল জনবল রাজস্ব খাতে নেওয়ার দাবীতে স্মারকলিপি প্রদান করেন।

সংগঠনের সভাপতি মোঃ নুর উদ্দীন বলেন, ইসলামের প্রচার ও প্রসারের লক্ষে ১৯৭৫ ইং সালের ২২ শে মার্চ মহান স্বাধীনতার স্থপতি, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং বিগত ১৯৯৬ ইং সালে দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ইসলামিক ফাউন্ডেসনের অধিনে ২০১৯ ইং সাল পর্যন্ত ৫ (পাঁচ) বছর মেয়াদে ৬ষ্ঠ পর্যায়ে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি পরিচালনা করেন।

বর্তমানে সারা বাংলাদেশে ৭৩ হাজার ৭ শত ৬৮টি কেন্দ্রে শিক্ষক/শিক্ষিকা আওতায় ২৪ লক্ষ ১৪ হাজার ২ শত জন ছাত্রছাত্রী শিক্ষ গ্রহণ করছে । আমরা সকলে পরিবার পরিজন নিয়ে আল্প বেতনে কেন্দ্র গুলি পরিচালনা করছি। আমরা সকল জনবল রাজস্ব খাতে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধান মন্ত্রীন নিকট আসুহস্তক্ষেপ কামনা করছি।