• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

বিরলে পোনা মাছ অবমুক্তকরণ ও মানববন্ধন 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

দিনাজপুর বিরল উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নে ঐতিহ্যবাহী দেওয়ানজীদিঘী পুকুরে জীব বৈচিত্র ও পরিবেশ রক্ষার দাবীতে মানববন্ধন ও পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।
 
জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর ২টায় দিনাজপুরের বিরল উপজেলার ফরক্কাবাদ দেওয়ানজীদিঘী ঈদগাহ ইসলামিয়া এতিমখানা, কওমী হাফিজিয়া ও দাখিল মাদরাসার ছাত্ররা ও পুকুর উন্নয়ন কমিটির সদস্যবৃন্দের আয়োজনে জীব বৈচিত্র ও পরিবেশ রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচীতে পুকুরের জমি আত্মসাৎকারী ভূমি দস্যুদের বিরুদ্ধে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিভিন্ন প্রকার ব্যানার ও ফেস্টুন ব্যবহার করে। মানববন্ধন শেষে তারা দেওয়ানজীদিঘী পুকুরে রুই, কাতলা, সিলভার কার্প, তেলাপিয়া ও বাটাসহ বিভিন্ন প্রজাতির ২০ মন পোনা মাছ অবমুক্তকরণ করেছে। মানববন্ধনে  বক্তারা বলেন, দিনাজপুর বিরল উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নের ফরক্কাবাদ মৌজার ২৮২৮ নং দাগের ৫.৪১ একর সম্পত্তি পুকুর শ্রেণী যা দেওয়াজীদিঘী নামে জনসাধারণের জন্য ব্যবহার্য সম্পত্তি এবং ২৭২৮ দাগের ৬.০৯ একর সম্পত্তি উক্ত পুকুরের পাড় এবং ২৮২৮/৩০৯৯ নং দাগের ১.০৬ একর সম্পত্তি ঈদগাহ মুসলমান সাধারণের ব্যবহার্য হিসাবে জমিদার পুর্নেন্দু নারায়ন রায় দেবশর্মা নামে নিস্কর চিরস্থায়ী আয়মা সম্পত্তি হিসেবে সি. এস ৪৪৯ নং খতিয়ান চলতি রূপে প্রকাশিত হয়েছে। উক্ত দাগের পুকুরের সম্পত্তি পুকুরের পানিতে গোসল, ওযু করা, গবাদী পশুর গোসল ও নানাবিধ কাজে ব্রিটিশ আমল থেকে স্থানীয় অধিবাসীগণ ভোগ দখল করে আসছেন।  উক্ত দেওয়ানজীদিঘী পুকুরটি সুকৌশলে আকতার, তরিকুল ও ফারুকসহ কতিপয় ভূমিদস্যু জবর দখল করায় স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে আফছার আলী, মোকাদ্দেসসহ ১৫ জন বাদী হয়ে বিরল সহকারী জজ আদালত দিনাজপুর-এ তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মোকদ্দমা নং-৪৮/২০১৮ অন্য। ভূমিদস্যুরা দেওয়ানজীদিঘী পুকুরসহ জনসাধারণের ব্যবহার্য সম্পত্তির ভূয়া মালিক সাজার জন্য নানা অপকৌশল চালিয়ে যায়। গত ২৯ জানুয়ারি’২০ তারিখে ভূমিদস্যুরা অজ্ঞাতনামা ১০/১৫ জনকে সাথে নিয়ে পুকুরে অনধিকার প্রবেশ করে ছাড়িত ও চাষাবাদকৃত রুই, কাতলাসহ বিভিন্ন উন্নত প্রজাতির প্রায় ২০ মন মাছ বড় নেট জাল দিয়ে ধরে ডেকচিতে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় মোকছেদুর, সাজ্জাত আলী, মমিনুলসহ আরও অনেকে বাধা প্রদান করলে ভূমিদস্যুরা তাদেরকে নানারকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। অতঃপর মাছগুলো নিয়ে যাওয়ার প্রাক্কালে অসৎ উদ্দেশ্যে পুকুরে বিষ প্রয়োগ করে ফলে প্রায় ১০ মন মাছ ক্ষতিসাধন হয়। এ ব্যাপারে অফিসার ইনচার্জ, বিরল থানায় একটি ডায়েরী করা হয়, যার নং-১৬০, তাং-০৪/০২/২০২০ ইং। দেওয়ানজীদিঘী রক্ষা কমিটির আফসার আলী, আইয়ুব আলী, আব্দুল জব্বার, আব্দুল গফফার ও আব্দুর রাজ্জাকসহ এলাকাবাসী আমাদের প্রতিনিধিকে বলেন, জনসাধারণের ব্যবহার্য্য সম্পত্তি ঐতিহ্যবাহী দেওয়ানজীদিঘী রক্ষার জন্য উর্দ্ধতন সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।