• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

নিয়মিত ক্লাসের দাবিতে ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে নিয়মিত ক্লাসের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
পরে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়।

বুধবার সকালে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়ক অবরোধ করে ও কলেজের মেইন গেটে তালা দিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, চার মাস ধরে দ্বিতীয় শিফটের শিক্ষকরা ক্লাস বর্জন করেছেন। এতে ক্লাস বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে সেশন জটের আশঙ্কা দেখা দেয়। তাই নিয়মিত ক্লাসের দাবিতে আন্দোলনে নামেন তারা।

বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ ঠাকুরগাঁও পলিটেকনিক শাখার সাধারণ সম্পাদক রাসেল মিয়া বলেন, বেতন-ভাতা বাড়াতে আমরা বারবার আবেদন করেছি। কর্তৃপক্ষের সাড়া না পেয়ে ক্লাস বর্জন করতে বাধ্য হয়েছি।

ঠাকুরগাঁওয়ের এডিসি আমিনুল ইসলাম জানান, মন্ত্রণালয় থেকে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয়েছে। এরপর শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।