• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

লালমনিরহাটে নকল সিল লাগিয়ে মানহীন বিস্কুট বিক্রি   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

লালমনিরহাটের আদিতমারীসহ বিভিন্ন উপজেলায় বিএসটিআই’র নকল সিল লাগিয়ে দেদারসে বিক্রি হচ্ছে মানহীন বিস্কুট।

বুধবার সকালে পলিথিনের ব্যাগভর্তি বিপুল পরিমাণ বিস্কুট লালমনিরহাটের আদিতমারীর পেয়ারুল ইসলামের টিনশেড বাড়ির গোডাউনে নিতে দেখা গেছে। প্রতি ব্যাগে লাগানো হয়েছে বিএসটিআই’র নকল সিল ৩০/৫ বি দেবিদাস ঘাট লেনের মীম ফুডের জাহান স্পেশাল বিস্কুট লেখা রয়েছে। বিস্কুটগুলোর মেয়াদ দেখানো হচ্ছে ৯ মাস।

জানা গেছে, রাজধানীর দেবিদাস ঘাট লেন থেকে রাতের আঁধারে কাভার্ডভ্যানে করে এসব বিস্কুট সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে। এরপর বিক্রি করা হয় খোলা বাজারে।

স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব খোলা বিস্কুট সর্বোচ্চ ছয় মাস ভালো থাকে। এরপর বিষক্রিয়া দেখা দেয়। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

বিস্কুট আমদানিকারক পেয়ারুল ইসলাম বলেন, আমি এসব বিস্কুট আমার বাড়ির গোডাউনে রেখে জেলার বিভিন্ন বাজারে সরবরাহ করি।

কয়েকজন ব্যবসায়ী জানান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদ উদ্দিন মাঝেমধ্যে পেয়ারুলের বাড়ি ও গোডাউনে যান।

আদিতমারীর ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, খোলা বাজারে বিক্রি হওয়া এসব বিস্কুটের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।