• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

বঙ্গবন্ধুকে উৎস্বর্গ করে রংপুরে মুজিববর্ষ কবিতা উৎসব   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎস্বর্গ করে রংপুরে অনুষ্ঠিত হয়েছে মুজিববর্ষ কবিতা উৎসব।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর টাউন হল চত্বরের উন্মুক্ত মঞ্চে কবিতা উৎসবের আনুষ্ঠানিকতা হয়েছে। দেবী চৌধুরাণী সাহিত্য-সংস্কৃতি পরিষদ এই উৎসবের আয়োজন করে।

দিনব্যাপী আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন রংপুরের বর্ষিয়ান রাজনীতিক ও ভাষা সৈনিক মোহাম্মদ আফজাল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাষা সৈনিক মোহাম্মদ আফজাল বলেন, ‘কবি সাহিত্যিকরা প্রতিবাদী। তাদের কবিতা, গল্পে প্রতিবাদের ভাষা থাকে। বিভিন্ন সময়ের আন্দোলন সংগ্রামে এদেশের ভাষাপ্রেমী ও স্বাধীনতাকামী মানুষদের কবিরা তাদের লেখুনিতে অনুপ্রাণিত করেছিলেন। এখনকার কবি সাহিত্যিকদেরও প্রতিবাদী হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- দেবী চৌধুরাণী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ্ মোঃ শাহেদ ফারুক, সাফল্য সাহিত্য পরিবারের রংপুর বিভাগীয় সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু প্রমুখ। এতে সভাপতিত্ব করেন দেবী চৌধুরাণী সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি হায়াত মাহমুদ মানিক।

দিনব্যাপী এই কবিতা উৎসবে মুজিব বর্ষ ঘিরে মুজিবীয় কবিতার পাশাপাশি স্থানীয় কবি সাহিত্যিকরা স্বরচিত কবিতা উচ্চারণে মুখরিত হয়ে উঠে টাউন হল চত্বরে। রংপুর জেলার বিভিন্ন সংগঠনের কবি-সাহিত্যিকরা এতে অংশ গ্রহণ করেছেন।