• শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৩ ১৪৩১

  • || ১৪ রবিউস সানি ১৪৪৬

রংপুরে `নীল-ললিতার গীত` পালানাট্য মঞ্চায়ন 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

রংপুরে 'নীল-ললিতার গীত' পালানাট্য মঞ্চায়ন হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের আয়োজনে দেশের ৬৪ জেলাব্যাপী জাতীয় নাট্যোৎসব-২০২০ এর অংশ হিসেবে রংপুর টাউন হল মঞ্চে 'নীল-ললিতার গীত' নাটকটি কারিগরি মঞ্চায়ন করে রংপুর নাট্য কেন্দ্র।

নাটকটির নির্দেশক সায়িক সিদ্দিকী বলেন, এ নাটকটি একটি নিরীক্ষাধর্মী প্রযোজনা। ঐতিহ্যবাহী কিসসা পালার আঙ্গিকে এ পালানাট্যটি তৈরি করা হয়েছে। ভাওয়াইয়ার সঙ্গে আমরা পালানাট্যেকে এক সুতায় গাথার চেষ্টা করেছি। এ নাটকের প্রতিটি গান আমরা ভাওইয়া রাখার চেষ্টা করেছি।


এ নাট্যোৎসবে শুভেচ্ছা বক্তব্য দেন- রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমণ্ডলীর সভাপতি নাট্যজন রাজ্জাক মুরাদ প্রমুখ।