• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৯ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

বিরলে ৫০ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৬ জুন ২০১৯  

দিনাজপুরের বিরল উপজেলায় অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের একটি ৫৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৫ জুন) বিকাল সোয়া ৫টায় দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদুজ্জামান এই তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিরল উপজেলার নাগরবাড়ী ফকিরপাড়া গ্রামে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশে লুকিয়ে রাখা হয়েছিল। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। মূর্তিটি ৫৯ কেজি ওজন ও আনুমানিক মূল্য ৫৯ লাখ টাকা। এ ব্যাপারে বিরল থানায় একটি জিডি করা হয়েছে।