• শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৯ ১৪৩১

  • || ২০ রবিউস সানি ১৪৪৬

ওসি মোয়াজ্জেমের কঠোর শাস্তি চায় রংপুরবাসী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৭ জুন ২০১৯  

ফেনীর সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন রংপুরবাসী।

ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনের রক্ষক ওসি মোয়াজ্জেম নুসরাতকে নিয়ে যে ঘটনা ঘটিয়েছেন তা অত্যন্ত নিন্দনীয়। তিনি রংপুর রেঞ্জে সংযুক্ত হলে আমরা তাকে রংপুর থেকে প্রত্যাহারে আন্দোলন গড়ে তুলি। এখন আমরা ওসির দ্রুত বিচার কামনা করছি।

রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লতিফা শওকত বলেন, ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার করার মধ্য দিয়ে আইন সবার জন্য সমান তা প্রমাণ হয়েছে। আমি চাই নুসরাত হত্যার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

রোববার রাজধানীর শাহবাগ থেকে ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত ১৭ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেন মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

এরপর থেকেই পলাতক ছিলেন সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম।