• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

পঞ্চগড়ে বাদামের ফলন ভালো হলেও দাম নিয়ে কৃষকের শঙ্কা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২ জুলাই ২০১৯  

আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলার সব কয়টি উপজেলায় বাদামের ভালো ফলন হয়েছে। চাষিদের আশা ক্ষেত থেকে প্রচুর পরিমাণে বাদাম তুলতে পারবেন তারা। তবে বাজারে ভালো দাম পাওয়া যাবে কিনা তা নিয়েই শঙ্কা তাদের।

বাদাম চাষিরা জানান, একবিঘা জমিতে বাদাম চাষে সার, বীজ, কীটনাশক, শ্রমিকসহ প্রায় ৮/১০ হাজার টাকা খরচ হয়েছে। ফলন ভালো হওয়ায় বিঘা প্রতি ১০ থেকে ১২ মন বাদাম পাওয়া যেতে পারে। এবার ধানের দাম পাওয়া যায়নি, যদি বাদামেরও ন্যায্যমূল্য না পাওয়া যায় তবে চরম ক্ষতি হবে বলে জানান তারা।

বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের বাদাম চাষি হরি মোহন বলেন, ‘চলতি বছর ইরি-বোরো ধানের দাম পাইনি। বাদামের ন্যায্য দাম পেলে ধান চাষের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবো। বাদামের ফলন ভালো হয়েছে বলেও জানান তিনি।

জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মো. আবু হানিফ বলেন, এ বছর জেলায় ৯ হাজার ৮০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল ঢাকা-১, বিনা বাদাম, বারী বাদাম-৩ ও ৪ জাতের বাদাম চাষ হয়েছে। গত বছরের চেয়ে এবার প্রায় ৩ হাজার ৩০০ হেক্টর বেশি জমিতে বাদাম চাষ হয়েছে। সহজে ঋণপ্রাপ্তি ও প্রযুক্তিগত সুবিধা পাওয়ায় এবার চাষ বেড়েছে। উৎপাদিত পণ্যের সুষ্ঠু বাজারজাত ও সংরক্ষণ নিশ্চিত করতে পারলে কৃষকরা ভালো দাম পাবেন।

তিনি আরও বলেন, ‘কৃষি বিভাগ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের সহায়তা করা হচ্ছে। যেকোনো সমস্যায় তাদের নানা ধরনের পরামর্শও দেওয়া হয়েছে। এসব কারণে এবার বাদামের চাষ ভালো হয়েছে। কৃষকরা দাম ভালো পেলে বাদাম চাষ আগামীতে বৃদ্ধি পাবে বলেও জানান কৃষি বিভাগের উপ-পরিচালক।