• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

পাহাড়ে বঙ্গবন্ধু ও ৭ বীরশ্রেষ্ঠকে নিয়ে `ফ্রিডম স্কয়ার`

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৮ জুলাই ২০১৯  

স্বাধীনতা সোপানের পর এবার পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎস্বর্গ করা ৭ বীরশ্রেষ্ঠকে নিয়ে নির্মাণ করা হয়েছে 'ফ্রিডম স্কয়ার'।

পাহাড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎস্বর্গ করা ৭ বীরশ্রেষ্ঠকে নিয়ে এটাই প্রথম ম্যুরাল।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্প্রসারিত কমপ্লেক্সের সম্মুখভাগে বৃত্তাকার বেইজমেন্টে ৭ ফুট উচ্চতা ও ৯ ফুট প্রশস্ত দুটি অর্ধ বৃত্তাকার ম্যুরালের মাঝখানে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার রেপ্লিকা।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশের উদ্যোগে নির্মিত 'ফ্রিডম স্কয়ার' পাহাড়ি জনপদে মুক্তিযুদ্ধের চেতনা ছড়াবে বলে মনে করছেন স্থানীয়রা।

শ্যামল ও সুষেন আচার্য্য নামে দুই সহোদরের গড়া এ ম্যুরালটি রোববার দুপুরের দিকে উন্মোচন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এমন উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, সরকারি কর্মকর্তারা দায়িত্বের প্রয়োজনে আসেন, আবার চলেও যান। তবে তারা কেউ কেউ এমন কিছু কাজ করে যান যার মাধ্যমে মানুষ যুগ যুগ তাদেরকে স্মরণ করে। ফ্রিডম স্কয়ারের মাধ্যমে এখানকার মানুষ বিভীষণ কান্তি দাশকে মনে রাখবে।

এর আগে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্প্রসারিত কমপ্লেক্স ভবন ও অডিটোরিয়াম উদ্বোধন করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।