• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

এরশাদের মরদেহের অপেক্ষায় রংপুরবাসী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯  

নিজ নির্বাচনী এলাকা রংপুরে এইচ এম এরশাদের মরদেহ নেওয়া হবে মঙ্গলবার (১৬ জুলাই)। রাজধানীতে তিনটি জানাযা শেষে সর্বশেষ জানাযা অনুষ্ঠিত হবে রংপুরে। এরশাদের জানাযায় স্মরণকালের সবচেয়ে বেশী লোকসমাগম হবে বলে আশা করছেন জাতীয় পার্টির নেতাসহ স্থানীয় জনগণ।

দলীয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে। 

মশিউর রহমান রাঙ্গা বলেন, ওইদিন সকাল ১০টায় হেলিকপ্টারে করে প্রয়াত পার্টি প্রধানের মরদেহ রংপুরে নেওয়া হবে। রংপুর জিলা স্কুল মাঠে/ঈদগাহ মাঠে বাদ জোহর তার চতুর্থ জানাজা হবে।

ওই বিকেলে হেলিকপ্টারে মরদেহ ঢাকায় এনে সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান দলটির এই নেতা।

রোববার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ।

এর আগে শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে গত ২৬ জুন হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল। তিনি ফুসফুসে সংক্রমণসহ বয়সজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।