• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

এইচএসসি পরীক্ষায় ফেল করে দিনাজপুরে ২ শিক্ষার্থীর আত্মহত্যা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯  

এইচএসসি পরীক্ষায় পাস করতে না পেরে পৃথক দুটি ঘটনায় দিনাজপুরে ২ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। একজন ফুলবাড়ীতে, আরেকজন চিরিরবন্দরে।

স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনাজপুরের ফুলবাড়ীতে পাস করতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে নকুল কুমার (২০) নামে এক শিক্ষার্থী। নিহত নকুল পার্বতীপুর উপজেলার আনন্দবাজার এলাকার অকিল চন্দ্র সরকারের ছেলে।

বুধবার দুপুর সোয়া ১টায় ফুলবাড়ী রেলগেট বাজারের সন্নিকটে। লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী, লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে।

পরিবারের সদস্যরা জানায়, নকুল কুমার ভবানীপুর কলেজের মানবিক শাখার ছাত্র, সে ২০১৯ সালে অনুষ্ঠিত এইচএসসি পরিক্ষা দিয়েছিল। বুধবার এইচএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ হলে সে জানতে পারে, সে ফেল করেছে। এই খবর জানার পরেই সে আত্মহত্যা করে।

আরেকটি ঘটনায় দিনাজপুরের চিরিরবন্দরে এইচএসসি পরীক্ষায় ফেল করায় অভিমান করে শ্রী কণা (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহত শ্রী কণা দক্ষিণ নশরতপুর গ্রামের মুক্তি চন্দ্র রায়ের কন্যা। সে রাণীরবন্দর ইছামতি ডিগ্রি কলেজের বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিয়েছিল।

নশরতপুর ইউনিয়নের ইউপি সদস্য মো.মোখলেছুর রহমানসহ স্থানীয়রা জানান, রেজাল্ট প্রকাশের পর অভিমান করে পরিবারের লোকজনের অজান্তে ঘরের ভিতর বাশেঁর সাথে উড়না পেচিয়ে শ্রী কণা আত্মহত্যা করে।  

ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে বলে জানায় স্থানীয় থানা।