• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২০ জুলাই ২০১৯  

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে। একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ২১-২৬ টাকা দরে বিক্রি হচ্ছিল। বর্তমানে তা ১৯-২৩ টাকায় বিক্রি হচ্ছে। 

মাত্র একদিনের ব্যবধানে সেখানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২-৩ টাকা। 

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে পেঁয়াজের বাড়তি চাহিদার কথা বিবেচনা করে আমদানিকারকরা পেঁয়াজের আমদানি বাড়িয়ে দিয়েছেন। আগে যেখানে বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো এখন সেখানে গড়ে প্রতিদিন ৪৫-৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। একইভাবে দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হচ্ছে।

এছাড়াও পেঁয়াজ আমদানির জন্য পর্যাপ্ত পরিমাণে এলসিও খুলেছেন আমদানিকারকরা। যা দেশে প্রবেশের জন্য পাইপলাইনে রয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে দেশের কয়েকটি জেলা পানিবন্দি অবস্থায় রয়েছে। ফলে ওইসব অঞ্চলে পেঁয়াজের চাহিদা কমে গেছে। এতে করে দেশের বাজারে পেঁয়াজের চাহিদা কমায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি স্বাভাবিক থাকায় দাম কমেছে।