• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

কোনো গোষ্ঠীর স্বার্থে প্রিয়া সাহার এমন অভিযোগ: খালিদ মাহমুদ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২১ জুলাই ২০১৯  

বাংলাদেশের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন এর পেছনে নিশ্চয়ই তার বা কোনও গোষ্ঠীর স্বার্থ আছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

শনিবার দুপুরে দিনাজপুরে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে প্রিয়া সাহার অভিযোগের মতো কোনও পরিস্থিতি নেই। প্রিয়া সাহা তার ব্যক্তিস্বার্থেই অভিযোগ করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ একটা মডেল। বিভিন্ন ধর্মের মানুষের একসঙ্গে বসবাসের এমন শান্তিপূর্ণ আবাসভূমি পৃথিবীর কোথাও নেই।

এ ধরনের অভিযোগে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে আশঙ্কা করে নৌপ্রতিমন্ত্রী বলেন, ইতোপূর্বেও বিএনপি প্রধান খালেদা জিয়া আমেরিকান কংগ্রেসের কাছে বাংলাদেশের বিরুদ্ধে চিঠি লিখেছিলেন। সেটি একটি দেশবিরোধী কর্মকাণ্ড। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় যে মুক্তিযুদ্ধ করেছিল, জিয়া-এরশাদ-খালেদারা সেই চেতনা ধ্বংস করতে পারেননি।

তিনি বলেন, এই ধরনের দুই-একজন মানুষের অভিযোগ দিয়ে বাংলাদেশের মূল চেতনাকে কখনো ধ্বংস করা যাবে না। এতে আমরা বিচলিত নই। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন প্রতিষ্ঠানকে গাছের চারা বিতরণসহ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিরল উপজেলার ধুকুরঝাড়ী নোনাখালে পোনা অবমুক্ত করেন নৌপ্রতিমন্ত্রী।

গত ১৬ জুলাই সাম্প্রদায়িক নিপীড়নের শিকার বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউজে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রিয়া সাহা নামে এক বাংলাদেশি নারী অভিযোগ করেন। ট্রাম্পকে প্রিয়া বলেন, ‘স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি। সেখানকার ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান “নাই” হয়ে গেছে। দয়া করে বাংলাদেশি জনগণকে সাহায্য করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।’