• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

আদিতমারি ডোরা নদীতে দুই গৃহবধূর লাশ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯  

বৃহস্পতিবার দুপুরে জেলার আদিতমারী উপজেলায় নিখোঁজ মোহছেনা বেগম (৫২) ও রহিমা বেগম (৪৮) নামের দুই গৃহবধূর লাশ অবশেষে ডোরা নদী থেকে উদ্ধার করেছে রংপুরের ডুবরি দল।

বুধবার দুপুরে বাড়ির পাশে ডোরা নদী পাড়ি দিয়ে পাটক্ষেতে পাট শাক তুলতে গিয়ে নিখোঁজ হন ওই দুই গৃহবধু। নিহতরা হলেন, জেলার আদিতমারী উপজেলার আরাজি দেওডোবা গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোহছেনা বেগম (৫২) ও আনছার আলীর স্ত্রী রহিমা বেগম (৪৮)। তারা সস্পর্কে একে অপরের জা বলে জানা গেছে । 

আদিতমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজমুল হক বলেন, বুধবার দুপুরে দুই গৃহবধূ পাট গাছের পাতা সংগ্রহ করতে পাশের ডোরা নদী পাড়ি দিয়ে ওপারে যান। এরপর থেকে নিখোঁজ হন ওই দুই গৃহবধূ। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর না পেয়ে ওই নালার স্রোতে ভেসে গেছেন বলে ধারণা করে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল তদন্ত করে রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি দলের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ওই দুই গৃহবধূর লাশ উদ্ধার করে ডুবরি দল। পরে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।