• বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৮ ১৪৩১

  • || ১৯ রবিউস সানি ১৪৪৬

কুড়িগ্রামে মুরগির জরিমানা!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯  

কুড়িগ্রামে দুটি মুরগির জরিমানা করা হয়েছে। অন্যের ধানের বীজ খাওয়ায় মুরগি দুটিকে খোঁয়াড়ে দেয়া হয়েছে। এখন এর মালিককে জরিমানা দিয়ে ছাড়িয়ে আনতে হবে। 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে। স্থানীয় একটি খোঁয়াড়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে আটকে রাখা হয় ওই দুটি মুরগি।

কৃষক কারী মাহাবুর রহমান বলেন, বন্যায় নষ্ট হয়ে যাওয়া আমন ধানের বীজতলা আবার গজাতে শুরু করেছে। এ অবস্থায় গ্রামের সব মুরগি এসে কচি কচি চারা ধানগুলো খেয়ে ফেলছে। যাদের মুরগি তাদের অনেকবার নিষেধ করা হয়েছে। তার পরও কাজ না হওয়ায় সকালে দুটি মুরগি ধরে স্থানীয় খোঁয়াড়ে দিয়েছি।

খোঁয়াড়ের মালিক ইব্রাহিম বলেন, বীজতলার ধান খাওয়ার অপরাধে দুটি মুরগি খোঁয়াড়ে দিয়েছেন কারী মাহাবুর। তবে মুরগি দুটির মালিক কে বা কারা তা জানা যায়নি। গবাদি পশু-পাখি ফসলের ক্ষতি করলে ক্ষতিগ্রস্ত মালিক খোঁয়াড়ে দিতে পারেন। আর্থিক জরিমানা বা দণ্ড দিয়ে পশু-পাখির মালিক তা ছাড়িয়ে নিয়ে যান। মুরগি যারই হোক তাকে জরিমানা বাবদ দুটি মুরগির জন্য ৬০ টাকা দিতে হবে। এছাড়া দিন যত যাবে খাওয়ার খরচ দিতে হবে। তবে আমার ৪০ বছরের খোঁয়াড় চালানোর ইতিহাসে এবারই প্রথম কেউ মুরগি খোঁয়াড়ে দিলো।

এ বিষয়ে কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বলেন, ‘আমি বিষয়টি এখনো শুনিনি। এমন ঘটনা ঘটে থাকলে এটাই প্রথম, যা এলাকায় হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করবে।’